চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা সেরা ৩ টি হেয়ারপ্যাক

আজকে যারা আমার এই লিখাটি পড়ছেন আমাদের মধ্যে এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না যার চুল পড়ার সমস্যা নেই । নারী-পুরুষ সবারই যেন এই চুল পড়ার সমস্যা কোনোভাবেই পিছু ছাড়ছে না ।

আমরা চুল পড়ার সমস্যা সমস্যা বলে অনেক বেশি চিৎকার কিংবা চিন্তা করলেও চুল পড়ার আসল কারণগুলি সম্পর্কে আমরা যতটাই উদাসীন ঠিক ততটাই আমরা চুলের সঠিক যত্ন নেবার ব্যাপারেও উদাসীন ।

চুল পড়া বন্ধ করার জন্য চুলপড়া যেসব কারণ রয়েছে সেসব কারণ এড়িয়ে চলা উচিত এবং চুল পড়া বন্ধ করতে চুলের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন আছে।

চুল পড়া বন্ধ করতে চুলের যত্ন নেবার জন্য অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো চুলের মধ্যে নিয়মিত হেয়ার প্যাক লাগানো।

আজ আমি আপনাদের

সাথে অ্যালোভেরার সাহায্যে তৈরি এমন কিছু হেয়ার প্যাক শেয়ার করব যার সাহায্যে আপনারা চুল পড়া বন্ধ করতে পারবেন।
অ্যালোভেরা এমন একটি প্রাকৃতিক উপাদানে রূপচর্চায় অনন্য ভূমিকা রাখে। এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক তেমনি চুলের জন্য অনেক বেশি উপকারী।

এটি চুল ঝরে পরা বন্ধ করতে অত্যন্ত কার্যকর ভাবে ভূমিকা রাখে । এছাড়াও এটি চুলের নানা সমস্যার সমাধান দিয়ে থাকে ।
তবে আজ আমরা দেখে নেবো এমন কিছু হেয়ার প্যাক যেগুলো চুল পড়া বন্ধ করতে সাহায্য করবেন।

চলুন দেখে নেই চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরা হেয়ার প্যাক গুলো কিভাবে তৈরি করতে হবে এবং ব্যবহার করতে হবে ।

চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরার হেয়ার প্যাকঃ

আপনাদের সাথে আমি অ্যালোভেরার ৩ টি হেয়ার প্যাক শেয়ার করছি আপনাদের কাছে উপকরণের সহজলভ্যতা অনুযায়ী আপনারা যে কোন একটি হেয়ার প্যাক ব্যবহার করবেন ।

১। পেঁয়াজের রস, টক দই এবং অ্যালোভেরা হেয়ার প্যাকঃ

পেঁয়াজের রস এবং টকদই যখন অ্যালোভেরার সাথে মেশানো হয় তখন চুল পড়া বন্ধ করার জন্য এর কার্যকারিতা আরো বেড়ে যায় তাই চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস টকদই এবং অ্যালোভেরার এ হেয়ার প্যাক অত্যন্ত কার্যকর হবে।

এই হেয়ার প্যাক তৈরির উপকরণঃ

অ্যালোভেরা জেল চার চামচ
পেঁয়াজের রস চার চামচ ও
টক দই দুই চামচ

এই হেয়ার প্যাক তৈরির পদ্ধতিঃ

১। প্রথমে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এর খোসা ছাড়িয়ে এটিকে টুকরো করে কেটে ব্লেন্ড করে নিবেন যাদের কাছে ব্লান্ডার নেই তারা ভেজিটেবল গ্রান্ডার দিয়ে গ্র্যান্ড করেও পেস্ট তৈরি করে নিতে পারবেন।

২। পেঁয়াজ ব্ল্যান্ড করার পর ছাঁকনির সাহায্যের থেকে রস বের করে নেবেন।

৩। এরপর একটি পরিষ্কার বাটিতে অ্যালোভেরা জেল , পেঁয়াজের রস এবং দুই চামচ টক দই নিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন।

৪। এটি খুব ভালো করে মিশে যাবার পর হেয়ার ব্রাশ অথবা হাতের সাহায্যে এটি মাতার তালুর মধ্যে লাগিয়ে নিবেন। এটি মাতার তালুর মধ্যে লাগিয়ে 5 মিনিট ম্যাসাজ করবেন।

৫। এটি 5 মিনিট ম্যাসাজ করার পর এটিকে মাথার মধ্যে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন

৬। এরপর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিবেন।

২। ডিম, নারকেল তেল এবং অ্যালোভেরা হেয়ার প্যাকঃ

চুল পড়া বন্ধ করার জন্য আরও একটি প্রাকৃতিক উপাদান হচ্ছে ডিম ডিম চুল পড়া বন্ধ করার জন্য অত্যন্ত কার্যকর একটি উপাদান। আর আমরা প্রাচীনকাল থেকেই জানি নারকেল তেল চুল পড়া বন্ধ করার জন্য অনেক ভালো কাজ করে । তাইতো আমাদের দাদী- নানীরা আমাদের চুল পড়া বন্ধ করার জন্য আমাদের মাথার মধ্যে নারকেল তেল লাগিয়ে দিতে ।

শুধুমাত্র যেকোনো একটি উপাদান দিয়ে খুব ধীরে ধীরে চুল পড়া বন্ধ করা যায় । তবে যাদের খুব বেশি চুল পড়ছে তারা খুব তাড়াতাড়ি একটি মাত্র উপাদান ব্যবহার করে চুল পড়া বন্ধ করতে পারবেন না। তাই যাদের খুব বেশি মাত্রায় চুল পড়ছে তারা এই তিনটি উপকরণ এর মিশ্রণের সমন্বয়ে যদি একটি হেয়ার প্যাক বানিয়ে চুলের মধ্যে এপ্লাই করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে ।

এই হেয়ার প্যাক তৈরির উপকরণঃ

একটি ডিম
চার চামচ নারকেল তেল এবং
চার চামচ অ্যালোভেরা জেল

এই হেয়ার প্যাক তৈরির পদ্ধতিঃ

১। প্রথমে ডিম ভেঙ্গে কাচের বাটির মধ্যে নিয়ে শুধুমাত্র ডিম ফেটিয়ে নিন অর্থাৎ চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন।

২। এরপর এর সাথেই নারকেল তেল যোগ করে আবার ভাল করে মিশিয়ে নেবেন

৩। নারকেল তেল এবং ডিম মিশে যাবার পর এদের সঙ্গে যোগ করুন অ্যালোভেরা জেল । অ্যালোভেরা জেল যোগ করার পর উপাদানটিকে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে।

৪। এটি খুব ভালো করে মিশে গেলে তৈরি হয়ে যাবে চুল পড়া বন্ধ করার হেয়ার প্যাক।

৫। হেয়ার প্যাকটি তৈরি হয়ে যাবার পর এটি ব্রাশের সাহায্যে মাতার তালুর মধ্যে লাগিয়ে নিবেন

৬। এটি মাথার তালুর মধ্যে লাগিয়ে 15 মিনিট রেখে দিবেন । এটি যখন মাথার মধ্যে রাখবেন তখন অবশ্যই হেয়ার প্যাক পড়ে নিবেন যাতে করে হেয়ার প্যাক অন্য কোথাও লেগে না যায়।

৭। এটি 15 মিনিট চুলের মধ্যে রেখে দেবার পর চুল ব্যবহারের শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন।

নোটঃ

এটি শুধুমাত্র চুল পড়া বন্ধ করবে না এটি চুলকে ডিপ কন্ডিশনিং করে চুলকে সুন্দর , সাইনিং এবং সিল্কি ও করবে। আপনারা চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলকে কন্ডিশনিং করার জন্য এই হেয়ার প্যাক টি ব্যবহার করতে পারেন।

৩। লেবুর রস, ভিটামিন ই এবং অ্যালোভেরা হেয়ার প্যাকঃ

চুল পড়া বন্ধ করতে এটি আরও একটি অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক । এই হেয়ার প্যাক এর উপকরণগুলো পাওয়া এতটাই সহজ যে আপনারা এই যে কোন সময়ে এই হেয়ার প্যাক টি ব্যবহার করতে পারবেন । অন্যান্য হেয়ার প্যাক গুলোর মতই এটি খুব তাড়াতাড়ি চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে।

এই হেয়ার প্যাক তৈরির উপকরণঃ

১ টি লেবুর রস (৬-৮ চামচ )
৪ টি ভিটামিন ই এবং
২ চামচ অ্যালোভেরা

এই হেয়ার প্যাক তৈরির পদ্ধতিঃ

১। প্রথমে একটি পরিষ্কার বাটি নিতে হবে । এরপর অ্যালোভেরা জেল এবং ভিটামিন ভালোভাবে মিশিয়ে নিন এই দুটি উপাদান মিশে গেলে এর সাথে লেবুর রস যোগ করে দিয়ে উপাদান তিনটিকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

২। উপাদানটি খুব ভালোভাবে মিশে গেলে এটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবেন।

৩।এই হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেলে হাতের সাহায্যে এটিকে মাথার তালুর মধ্যে লাগিয়ে নিন । এটি যখন মাথার তালুর মধ্যে লাগাবেন তখন হালকা হাতে মাথার তালুতে ম্যাসাজ করে নিবেন । অর্থাৎ এটি লাগানোর সময় ম্যাসাজ করে করে লাগাবেন এবং এটি লাগানোর জন্য কমপক্ষে পাঁচ মিনিট সময় দিবেন।

৪। এটি লাগানোর পর মাথার মধ্যে আরও পাঁচ মিনিট রেখে দিবেন।

৫। এরপর আপনারা হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন । আপনাদের কাছে যদি হারবাল শ্যাম্পুর না থাকে তাহলে আপনারা আপনাদের ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারবেন।

নোটঃ

এই হেয়ার প্যাকই চুল পড়া বন্ধ করার সাথে সাথে চুলের মধ্যে যদি খুশি তাকে সেটিও যাবে দূর করে দিবে। আপনাদের যদি চুল পড়ার সমস্যা না থাকে আর শুধুমাত্র খুশকির সমস্যা থেকে থাকে তাহলে সে ক্ষেত্রে আপনারা খুশকি দূর করার জন্য এ হেয়ার প্যাক টি ব্যবহার করতে পারবেন।

বন্ধুরা , আপনাদের সাথে চুল পড়া বন্ধ করার জন্য অ্যালোভেরার তিনটি হারবে শেয়ার করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন একটি হেয়ার প্যাক ব্যবহার করবেন । বন্ধুরা আপনারা এই হেয়ার প্যাক গুলো ব্যবহার করার পর কেমন ফলাফল পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না

Leave a Comment