কেউ বলে ঘৃতকুমারী কেউ বলে অ্যালোভেরা কেউ বলে এলো যে যে নামেই ডাকো না কেন অ্যালোভেরার উপকারিতা কিন্তু সবার জন্য একই রকম। অ্যালোভেরার এত উপকারিতা রয়েছে এক কথায় বলে কখনই শেষ করা যাবেনা । এ্যালোভেরা ত্বকের যত্ন করে ,এলোভেরা চুলের যত্ন করে অ্যালোভেরার স্বাস্থ্য রক্ষা করে, অ্যালোভেরা ওজন কমাতে সাহায্য করে এই রকম আরো নানা উপকারিতা রয়েছে।
এককথায় বলা যায় রূপ চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চোখ বন্ধ করে যে প্রাকৃতিক উপাদান টির উপর ভরসা করা যায় তার নাম হচ্ছে অ্যালোভেরা।
অ্যালোভেরার অনেক গুণাগুণ এবং এর উপকারিতা এর কারণে এটি সবার কাছে সমাদৃত। রূপচর্চায় ত্বকের যত্নে অ্যালোভেরা কে এগিয়ে রাখা হয়েছে এক ধাপ।
রূপচর্চায় ত্বককে ফর্সা করতে, ত্বকের কালো দাগ দূর করতে , ত্বক হতে ব্রণের দাগ দূর করতে এবং ত্বকের যত্নে ফেসিয়াল, ফেসপ্যাক সহ নানা কাজে ব্যবহার করা হয় ।
এতগুলো ব্যবহারের মধ্যে থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ত্বকের কালো দাগ দূর করার জন্য এলোভেরা কিভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আজ আমি ত্বকের ত্বকের কালো দাগ দূর করার জন্য অ্যালোভেরা ফেসপ্যাক করব।
যাদের ত্বকে অনেকগুলো দাগ রয়েছে সেটা হোক ব্রণের দাগ, রোদে পোড়া দাগ এবং অন্যান্য যেকোনো কারণে সৃষ্টি দাগ হোক না কেন এই ফেসপ্যাক গুলো সেই সকল দাগ দূর করে দিবে ।
আপনারা আপনাদের ব্রণের কালো দাগ সহ যেকোন কালো দাগ দূর করার জন্য নিশ্চিন্তে অ্যালোভেরার ফেসপ্যাক গুলোকে ব্যবহার করতে পারেন চলুন ব্রণের দাগ দূর করার জন্য অ্যালোভেরার ফেসপ্যাক কিভাবে ব্যবহার করতে হবে সেটা বিস্তারিত ভাবে জেনে নেই ।
ব্রণের দাগ দূর করতে অ্যালোভেরা ফেসপ্যাকঃ
বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ত্বকে ব্রণের দাগই বেশি হয় থাকে । তাই স্পেশালি এই ফেসপ্যাক গুলো ব্রণের দাগকে খুব তাড়াতাড়ি দূর করে দেবার উপযুক্ত করে বানানো হয়েছে।
১। মধু , দুধ এবং অ্যালোভেরা ফেসপ্যাকঃ
অ্যালোভেরার সাথে মধু এবং দুধের ব্যবহার ব্রণের দাগ দূর করতে অত্যন্ত খুব দ্রুত কাজ করে ।
ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
অ্যালোভেরা জেল 2 চামচ
মধু এক চামচ
কাঁচা তরল দুধ এক চামচ
ফেইসপ্যাকটি তৈরি ও ব্যবহার করবেন যেভাবেঃ
১। প্রথমে একটি অ্যালোভেরার পাতা নিয়ে এর উপরের চামড়া তুলে ফেলে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে । অ্যালোভেরা জেল বের করে নেবার পর একটি পরিষ্কার বাটিতে দু’চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিন ।
২। এরপর এর সাথে মধু এবং কাঁচা তরল দুধ যোগ করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
৩। এটি খুব ভালোভাবে মিশে যাবার পর এটিকে ত্বকের উপর এপ্লাই করে নিন।
৪। এটি ত্বকের উপর এপ্লাই করার পর আপনারা হাতের আঙুলের সাহায্যে ত্বকের ওপর পাঁচ মিনিট ভালো করে ম্যাসাজ করবেন।।
৫। এভাবে পাঁচ মিনিট ভালো করে ম্যাসাজ করার পর এটাকে ত্বকের মধ্যে আরো 10 মিনিট রেখে দিবেন । 10 মিনিট পর ত্বক পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ।
নোটঃ
১। আপনারা গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করার চেষ্টা করবেন । আর আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে তাহলে সে ক্ষেত্রে আপনারা বাজারের ভালো মানের যেকোনো এলোভেরা জেল ব্যবহার করতে পারবেন ।
গাছের পাতা থেকে এলোভেরা জেল তৈরি করার জন্য এলোভেরাকে ব্লেন্ড করে নিতে হবে
২। ফেসপ্যাক এপ্লাই করার পর ত্বকের মধ্যে যদি মাসাজ করা হয় তাহলে ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার ফলে ত্বক সুস্থ হয়ে উঠে এবং ত্বকের কালো দাগ দূর হয়ে যায় এবং ত্বক মসৃণ থাকে ।
৩। খুব ভালো ফলাফল পাবার জন্য এই ফেসপ্যাকটি কে একদিন পরপর ব্যবহার করতে পারেন । যেহেতু এই ফেসপ্যাকটি তে ব্যবহৃত সবগুলি উপাদানে প্রাকৃতিক তাই এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে নির্দিষ্ট কোন উপাদান ব্যবহারে যদি কারো এলার্জি থেকে থাকে সে ক্ষেত্রে এই ফেসপ্যাক থেকে এলার্জি হবার সম্ভাবনা রয়েছে। মধু , তরল দুধ এবং অ্যালোভেরা জেল ব্যবহারের যদি কারো এলার্জির সম্ভাবনা থাকে তাহলে আপনারা এই ফেসপ্যাকটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন ।
৪। কাঁচা তরল দুধ ব্যবহার করার সময় আপনারা সরাসরি কাঁচা তরল দুধ ব্যবহার করবেন। তবে এই ফেসপ্যাক তৈরিতে বাজারের পাস্তুরিত দুধ ব্যবহার করবেন না
২। নিম পাতা , টক দই এবং অ্যালোভেরার ফেসপ্যাকঃ
অ্যালোভেরা ছাড়াও এই ফেসপ্যাকটি আমি ব্যবহার করছি নিমপাতা এবং টকদই । অ্যালোভেরার সাথে সাথে এই দুটি উপাদান ত্বক হতে ব্রণ এবং ব্রণেরদাগ দুর করার জন্য অত্যন্ত কার্যকর। টক দইয়ের মধ্যে তাকালে এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যে কোন কালো দাগ দূর করে দেবার জন্য অত্যন্ত শক্তিশালী উপাদান।
তাই ব্রণের দাগ দূর করার জন্য যে কোন উপাদানের সাথে যদি টক দই মেশান হয় তাহলে এর কার্যকারিতা দুই থেকে তিনগুণ বৃদ্ধি পায়। এছাড়াও নিম পাতার মধ্যে থাকা উপাদানগুলোর যেকোনো কালো দাগকে ধীরে ধীরে দূর করে দিতে খুব বেশি কাজ করে তাই এই তিনটি উপাদানের সমন্বয়ে যদি একটি ফেসপ্যাক তৈরি করা হয় তাহলে সেটি খুব দ্রুত ব্রণের দাগ দূর করে দেয়।
ফেসপ্যাকটি তৈরিতে ব্যবহৃত উপাদানঃ
দুই চামচ নিম পাতার গুড়া
দুই চামচ টক দই এবং
দুই চামচ অ্যালোভেরার জেল
১টি ভিটামিন ই
ফেইসপ্যাকটি যেভাবে তৈরি ও ব্যবহার করতে হবেঃ
১। একটি পরিষ্কার বাটির মধ্যে সবগুলো উপাদান একসাথে নিয়ে এদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
২। খুব ভালোভাবে মিশে যাবার পর আপনার ফেসপ্যাকটি ত্বকের মধ্যে এপ্লাই করে নিতে পারবেন।
৩।এটি এপ্লাই করার পর ত্বকের মধ্যে আরো 10 মিনিট রেখে দিন যাতে এই প্যাকটি ত্বকের মধ্যে শুকিয়ে যায়।
৪। প্যাকটির পুরোপুরি শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে নিতে হবে।
নোটঃ
১। প্যাকটি ব্যবহার করার সময় সতর্ক থাকবেন এটি চোখের এবং ঠোঁটের মধ্যে যেন না লাগে। আপনারা এই ফেসপ্যাকটি এপ্লাই করার পর যখন অপেক্ষা করবেন তখন চোখের মধ্যে ক্লাস করা দুই টুকরা শসা দিয়ে রাখতে পারবেন।
২। ফেইস প্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার উপযোগী নয় তাই এটি তৈরি করে সাথে সাথে ব্যবহার করে ফেলবেন।
৩। এই প্যাকটি তে ব্যবহৃত কোন উপাদানে এলার্জি থাকলে সেই উপাদান ব্যবহার করবেন না।
৪। ফেসপ্যাকটি এপ্লাই করার পর আপনারা গরমে স্থান যেমন রান্নাঘর এবং সূর্যের তাপে যাবেন না।
৫। খুব ভালো ফলাফল পাবার জন্য এই ফেসপ্যাকটি কি সপ্তাহে দুই বার ব্যবহার করতে পারবেন । তবে যাদের ত্বকে অতিরিক্ত দাগ রয়েছে তারা এই ফেসপ্যাকটি কে সপ্তাহে তিনবার ব্যবহার করবেন। তাহলে আপনারা খুব ভাল ফলাফল পাবেন
৬। আপনারা যদি দুটি ফেসপ্যাক একসাথে অর্থাৎ একই সপ্তাহে ব্যবহার করতে চান সে ক্ষেত্রে আপনারা সপ্তাহের মধ্যে যেকোনো একটি ফেসপ্যাক একবারই ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ আপনারা যে কোন একটি ফেসপ্যাক সপ্তাহে একবার ব্যবহার করলে একই সপ্তাহে আপনারা ফেসপ্যাক দুটি ব্যবহার করতে পারবেন। তবে ফেসপ্যাক দুটি ব্যবহারের সময় আপনারা কমপক্ষে দুই দিনের ব্যবধান রাখবেন।
৩। মুলতানি মাটি, শসার রস এবং অ্যালোভেরা ফেসপ্যাকঃ
ব্রণের দাগ দূর করার জন্য মুলতানি মাটি এবং শসার রস অত্যন্ত কার্যকরী।
শসার মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকের যে কোন কালো দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও এতে থাকা ব্লেসিং কবাডি রোদে পোড়া দাগ দূর করবে এবং ব্রণের দাগ দূর করে ত্বককে ফর্সা করে তুলবে।
মুলতানি মাটি ত্বকের গভীরে প্রবেশ করে তখন ধুলো-ময়লা কে দূর করে দেয় যার কারণে ত্বকের উপর পড়ে থাকা ময়লা বের হয়ে যায় এর ফলে ত্বক হতে ত্বক হতে দাগ গুলো চলে যায় ।
তাই ব্রণ দূর করতে কার্যকরী অ্যালোভেরার সাথে যদি মুলতানি মাটি এবং শসার রস মিশিয়ে ফেসপ্যাক ব্যবহার করা যায় এর কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে।
ফেসপ্যাক তৈরি করতে প্রয়োজনীয় উপাদানঃ
মুলতানি মাটি ৩ চামচ
শসার রস ৪ চামচ এবং
অ্যালোভেরা জেল ২চামচ
ফেসপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি শসা নিয়ে এর চামড়া তুলে ফেলে এটিকে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ড করে ঝাঁকুনির সাহায্যে থেকে রস বের করে নিতে হবে।
২। এরপর একটি পরিষ্কার বাটির মধ্যে মুলতানি মাটি শসার রস এবং অ্যালোভেরা জেল একসাথে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।
৩। স্মোথ পেস্ট তৈরি হয়ে যাবার পর ব্রাশ অথবা হাতের সাহায্যে আপনারা এই ফেসপ্যাকটি ত্বকের মধ্যে এপ্লাই করে নিন ।
৪। এটি এপ্লাই করার পর ত্বকের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবার জন্য অপেক্ষা করুন।
৫। যখন প্যাকটি ত্বকের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে তখন পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিবেন।
নোটঃ
১। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে শসার রস বের করার জন্য আপনারা ভেজিটেবল গ্রান্ডার ও ব্যবহার করতে পারবেন।
২। এই প্যাকটি ব্রণেরদাগ দুর করার সাথে সাথে ত্বককে ফর্সা করার জন্য কাজ করবে । তাই যাদের ত্বকের রঙ কালো কালো ত্বক ফর্সা করার জন্য এই ফেসপ্যাকটি এপ্লাই করতে পারেন।
বন্ধুরা আপনাদের সাথে আমি অ্যালোভেরার দুটি ফেসপ্যাক শেয়ার করেছি আপনাদের কাছে যে উপাদান গুলো রয়েছে আপনারা উপাদানের উপর ভিত্তি করে যে ফেসপ্যাকটি তৈরি করতে সবচেয়ে সহজ হবে সেই ব্যক্তিকে তৈরি করে ব্যবহার করুন। ব্রণের দাগ দূর করার জন্য আপনারা যে কোন একটি ফেসপ্যাক ব্যবহার করলেই ভাল ফলাফল পাবেন।
এই ফেসপ্যাক দুটি ব্যবহার করে আপনারা কেমন ফলাফল পেয়েছেন তা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ।